মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত: ডিএমপি কমিশনার

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে ববলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরু আগেই আপনারা সুসংবাদ পাবেন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে আয়োজিত ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া প্রসঙ্গে এক সংবাদ সন্মেলনে এসব বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের মুখাবয়ব মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

পহেলা বৈশাখ ঘিরে কোনো আসংঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সিসিটিসি কাজ করছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয় নি।

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয় এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেফতারের পর বিস্তারিত বলবো।

এসময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করা যাবে সে বিষয়ে তুলেধরেন। এছাড়াও কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও জানান তিনি।

আরও পড়ুন...