মোদিকে হুমকি দেয়া পাকিস্তানি গায়িকার অশালীন ভিডিও ভাইরাল

পিবিএ ডেস্ক: সম্প্রতি রাবি পিরজাদা নামের এক পাকিস্তানি পপ গায়িকা কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন। রাবি পিরজাদার ঘনিষ্ঠ ছবি এবং বেশ কিছু অশালীন ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বৃহস্পতিবার মধ্যরাতে সেই ভিডিও সরিয়ে দিলেও ইতোমধ্যে এ নিয়ে টুইট-রিটুইটের বন্যা বয়ে গেছে ।

জানা গেছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রাবি। আর এর কিছু পরে বিশেষ করে মধ্যরাতে তাঁর অশালীন ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর তা ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে আর বেশিক্ষণ সময় লাগেনি। এই নিয়ে অভিযোগের তীর অবশ্য আসিফ গফুরের দিকেই। কিন্তু, ব্যক্তিগত ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

এর আগে কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন রাবি। মোদিকে ‘হিটলার’ বলেও টুইট করেছিলেন। এমনকি সাপ গায়ে জড়িয়ে মোদিকে সাপের বিষ দিয়ে আত্মঘাতী হামলার হুমকিও দেন। সে সময় প্রবল হাসির পাত্রী হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষিত ধারায় মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লাহোর কোর্ট।

শুধু তাই নয়, এরপরেও পাকিস্তানি এই গায়িকা নিজের শরীরে আরডিএস বেঁধে মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। রবি পিরজাদা সম্প্রতি একটি ছবি টুইট করে মোদির উপরে আত্নঘাতী হামলার হুমকি দেন।

টুইটারে প্রকাশিত ওই ছবিতে দেখা গেছে, গায়িকা পোশাকের উপরে ভারী বিস্ফোরক লাগিয়ে রেখেছেন। পিরজাদার ছবির ক্যাপশন দেখেই পরিষ্কার তিনি মোদীর উপরে আত্মঘাতী হানার ইঙ্গিত দিচ্ছেন। নিজেকে কাশ্মীর কি বেটি বলেও সম্বোধন করেন পিরজাদা। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...