মোদির বিরুদ্ধে দাঁড়ালে ভাল লাগত:শত্রুঘ্ন সিনহা

বলিউডের অভিনেতা বিশ্বনাথ

পিবিএ ডেস্ক: বিজেপির সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা (হিন্দি ছবির বিশ্বনাথ) বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে পারলে তিনি খুশি হতেন। তিনি বলেন, আমি শুনেছিলাম বারাণসীর পাশাপাশি পাটনা সাহিব থেকেও লড়বেন মোদী। তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারলে আমার ভাল লাগত।

এবার কংগ্রেসে যোগ দিয়ে বিহারের পাটনা সাহিব থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। তাঁর বিপক্ষে আছেন বিজেপির হেভিওয়েট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবু জয়ের ব্যাপারে আশাবাদী শত্রুঘ্ন।

এর আগে, বিজেপির রাজ্য সভাপতি সুশীল মোদী বলেছিলেন, শত্রুঘ্ন সিনহা লোকসভা কেন পুরসভা নির্বাচনও জিততে পারবেন না। সেটিরও প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের বিশ্বনাথ।

বাজপেয়ী সরকারের মন্ত্রী শ্ত্রুঘ্ন ২০১৪ সালেও বড় ব্যবধানে জিতেছিলেন পাটনা সাহিব কেন্দ্র থেকে। তবে নতুন সরকার তৈরি হওয়ার পর থেকেই বিজেপির সমালোচনা করছেন তিনি। অনেকেই বলেন মন্ত্রী হতে চেয়েছিলেন অভিনেতা। সেটা হয়ে ওঠেনি। কিন্তু বিজেপি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূলের সমাবেশে যাওয়ার পরও দল তাঁকে বহিস্কার করেনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...