পিবিএ,ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বিরোধীদলের জন্য সমালোচনার একটি ইস্যু তৈরি হয়েছে। গত পাঁচ বছরের শাসনামলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনঘন বিদেশ সফর করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খরচ হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের শত শত কোটি টাকা। তবে বিগত পাঁচ বছরে বিদেশ সফর করে কত টাকা খরচ করেছেন তিনি?
ভারতীয় সাময়িকী বিজনেস টুডে এক প্রতিবেদনে বলছে, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের দেশ-বিদেশ সফরে খরচ হয়েছে ৩৯৩ কোটি টাকা। ভারতে তথ্য অধিকার (আরটিআই) আইনে এক আবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বিদেশ সফরে খরচ হয়েছে ২৬৩ কোটি টাকা। অন্যদিকে, তাদের দেশের অভ্যন্তরীণ সফরে ব্যয় হয়েছে ৪৮ কোটি টাকা। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে দেশ ও বিদেশ সফরে সে খরচ যথাক্রমে ৫৩ কোটি ও ২৯ কোটি টাকা।
অনিলের আরটিআইয়ের জবাবে ক্যাবিনেট অ্যাফেয়ার্সের পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসের সিনিয়র আধিকারিক সতীশ গোয়েল জানিয়েছেন, ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের দেশ-বিদেশ সফরে ব্যয় হয়েছে মোট ৩৯৩.৫৮ কোটি টাকা।
২০১৮ সালের ডিসেম্বরে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিদেশ সফরে ব্যয়-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছিল, মোদির বিদেশ সফরে চাটার্ড বিমান, তার রক্ষণাবেক্ষণ, হটলাইন সুবিধা দিতে ব্যয় হয়েছে ২ হাজার ২১ কোটি টাকা।
পিবিএ/এইচটি