পিবিএ,ডেস্ক: ছেলে রাহুল গান্ধী ব্যস্ত দেশজুড়ে প্রচারে, মেয়ে প্রিয়াংকা গান্ধী চষে ফেলছেন উত্তর প্রদেশ। কিন্তু মা সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নিজ কেন্দ্র রায়বেরিলিতে ভোট মাত্র দু’দিন পর হলেও তিনি এতদিন প্রচারে নামেননি।
সোনিয়া গান্ধী নিজ কেন্দ্রে সর্বশেষ এসেছিলেন মনোনয়ন জমা দিতে গত ১১ এপ্রিল। তার ঠিক ২২ দিনের মাথায় সেই রায়বেরিলিতেই শুক্রবার তিনটি জনসভা করেন তিনি। প্রতিটি জনসভাতেই ছিল সমর্থকদের জনসমুদ্র। প্রতিটি জনসভাতেই বিজেপি তথা মোদিকে যোগ্য জবাব দিয়ে কংগ্রেসকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সোনিয়া। একই মঞ্চে বক্তৃতায় মোদিকে কাঠগড়ায় দাঁড় করালেন মেয়ে প্রিয়াংকা গান্ধী। সব মিলিয়ে বলা যায়, প্রচারের শেষ পর্বে এদিন প্রচারের ঝড় তুলল কংগ্রেস।
রায়বেরিলিতে প্রিয়াংকার আসার কথা ছিল বিকাল সাড়ে পাঁচটায়। কিন্তু লালগঞ্জ থেকে ভোজপুর, একের পর এক রোডশোতে জনতার উচ্ছ্বাসে ভাসতে ভাসতে প্রিয়াংকা যখন সভায় এসে পৌঁছলেন তখন প্রায় সাড়ে সাতটা। টানা দু’ঘণ্টারও বেশি মাঠ, আশপাশের রাস্তা, এমনকি বাড়ির ছাদেও ঠায় অপেক্ষায় ছিল জনতা। সোনিয়া মঞ্চে উঠে মেয়েকে কাছে টেনে নিয়ে হাত নাড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। বললেন, এ এলাকায় রাস্তাঘাট থেকে চাষের বিভিন্ন প্রকল্পের কাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ রেখেছে মোদি সরকার। রায়বেরিলির মানুষকে লাগাতার বঞ্চনা করা হচ্ছে বলে মা ও মেয়ে পরপর বক্তব্যে জোরালো সমর্থন জানাল জনতা।
সোনিয়া ও প্রিয়াংকা বললেন, দেশ গড়তে বিজেপি নয়, কংগ্রেসকেই প্রয়োজন। একই সঙ্গে রায়বেরিলির উন্নয়নে যে কংগ্রেসের ‘বিকল্প’ নেই, তাও কংগ্রেস আমলে বদলে যাওয়া রায়বেরিলির খতিয়ান তুলে ধরে বুঝিয়ে দিলেন আরও একবার।
মূল বক্তা রায়বেরিলির প্রার্থী সোনিয়া গান্ধী বক্তব্য দিলেন বড়জোর পাঁচ মিনিট। তার আগে প্রায় ১৫ মিনিট ভাষণ দিলেন গোটা ভারতের ‘নয়া আইকন’ প্রিয়াংকা গান্ধী। বছরে দু’কোটি চাকরি, কৃষকদের আয় দ্বিগুণ, নোটবন্দি আর জিএসটির ভোগান্তি- একে একে সব বিষয়ের উল্লেখ করে যুক্তিতর্কে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রিয়াংকা বলেন, ফসল বীমার নামে কৃষক বীমার টাকা নিয়ে বড়লোকের পেট ভরাচ্ছে বিজেপি সরকার। আর গরিব চাষী থেকে বেকার- সবাই রয়েছে অন্ধকারে। সেই অন্ধকার থেকে মুক্তির দিশারি কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন প্রিয়াংকা।
তিনি আশ্বাস দেন, এ তল্লাট তো বটেই, গোটা দেশের মানুষই আছে তাদের হৃদয়জুড়ে। কংগ্রেসকে জয়ী করলে রায়বেরিলি তো বটেই, সারা দেশও পাবে নয়া দিশা। কংগ্রেসের ইশতেহারের সব প্রসঙ্গই একে একে তুলে ধরেন প্রিয়াংকা।
সবশেষে সোনিয়া গান্ধী বলেন, বিজেপি সরকারের ‘জুলুমবাজি’র অবসান ঘটাতে ভোটের মাধ্যমেই আপনারা জবাব দিন।
পিবিএ/হাত