পিবিএ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ সেপ্টেম্বর) টেক্সাসের হোস্টনে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘হাউডি,মোদি’ সমাবেশে বক্তৃতায় ট্রাম্প এ কথা বলেন। খবর বিবিসির।
প্রায় ৫০ হাজার নাগরিকের উপস্থিতিতে হোস্টনের এনআরজি ফুটবল স্টেডিয়ামের এই সমাবেশকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। অনুষ্ঠানে বক্তৃতা পর্ব শুরু হওয়ার আগে ৪০০ শিল্পীর অংশগ্রহণে ৯০ মিনিটের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু নরেন্দ্র মোদির সাথে আমি টেক্সাসের এই অনুষ্ঠানে আসতে পেরে রোমাঞ্চিত’। মোদি বলেন, ভারত হোয়াইট হাউজের সত্যিকারের বন্ধু। তিনি ট্রাম্পকে বন্ধুসুলভ,বুদ্ধিদীপ্ত নেতা হিসাবে উল্লেখ করেন।
এ সময় দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এবং নিজেদের মধ্যেও ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ‘হাউডি,মোদি’ অনুষ্ঠানে একই মানসিকতা ও জাতীয়তাবাদী আবেগ এবং চেতনাকে পুঁজি করে নির্বাচিত হওয়া এই দুই নেতা কয়েক লাখ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন।
পিবিএ/বাখ