পিবিএ ডেস্ক : পুরো পৃথিবীকে নতুন পথ দেখাতে চায় সে। প্রকৃতির খেয়াল না রাখলে কিছুই যে আর বাকি থাকবে না সেই বার্তাই দিতে চাইছে সুইডেনের বাসিন্দা গ্রিটা থানবার্গ। গত বছর সুইডেনের সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল সে। তখন পরিবেশ বাঁচানোর দাবিতে দেশজুড়ে বিভিন্ন স্কুলে ধর্মঘট হয়েছিল। সেই আন্দলোনের মুখ হয়ে উঠেছিল সে।
এবার তার বার্তায় উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। একটি ভিডিও বার্তায় গ্রিটা বলেছে, ‘ প্রিয় মোদীজি এখন প্রকৃতি নিয়ে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে । শুধু কথা বললেই হবে না। কাজ করতে হবে। আপনি যদি কথা বলে যান আর কাজ না করেন। তাহলে আপনি ব্যর্থ হবেন। আর আপনি যদি ব্যর্থ হন তাহলে পৃথিবী আপনাকে একজন অপরাধী হিসেবে মনে রাখবে।’
পিবিএ/জিজি