মোদীর অনুরোধে ৮৫০ বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন সালমান

salman

পিবিএ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবের জেলে থাকা ৮৫০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে সম্মত হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র রাবিশ কুমার টুইট করে জানিয়েছেন দেশের জন্য আরও একটি ভাল খবর মিলেছে। প্রধানমন্ত্রী মোদীর অনুরোধে সে দেশের জেলে থাকা ৮৫০ জন ভারতীয়কে মুক্তি দিতে চলেছেন।

পাশাপাশি এখন থেকে প্রতিবছর ২ লাখ ভারতীয় হজে যেতে পারবেন। সে ব্যবস্থা করতেও রাজি হয়েছেন সালমান। এই ঘোষণা হয় বুধবার রাতের দিকে। তার আগে বৈঠক সেরেছেন সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী। সেখানে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গি হানা হয় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দু’পক্ষই।

বৈঠক শেষ হওয়ার পর মোদী জানান, সৌদির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে , তারা সন্ত্রাসকে নিয়ন্ত্রণে রাখতে ভারত এবং এই এলাকার অন্য দেশগুলোর সঙ্গে একজোট হয়ে কাজ করবে।

মোদী বলেন আমরা দু’ পক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছি যে, সন্ত্রাসবাদকে সমর্থন করার প্রশ্ন নেই। যে সমস্ত দেশ সমর্থন করে তাদের পাশে থাকার কোনও দরকার নেই। পাকিস্তান হয়ে কাল রাতে ভারতে এসেছেন সালমান। ভারতীয় সাংবাদিকদের বুধবার সকালে তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দীর্ঘদিনের পরম্পরা। সৌদি যুবরাজ ভারতে আসার সময় প্রোটকল ভেঙে তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে পৌঁছে যান। দেশের মাটিতে নামতে না নামতেই তাকে আলিঙ্গন করেন মোদী।

পিবিএ/জিজি

আরও পড়ুন...