পিবিএ ডেস্ক : বিজেপির মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাদের ‘মন কি বাত’ বা ‘মনের কথা’ জানালেন অপরাজিতা আঢ্য, দেবলীনা ঘোষ, তথাগত মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো টলিউড তারকারা। সঙ্গে ছিলেন অ্যাসিড আক্রান্ত মনীষা পৈলান এবং সমাজকর্মী শ্রী ঘটক। গতকাল শনিবার বিকেলে বিড়লা অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড কালচার অডিটোরিয়ামে হওয়া একটি অনুষ্ঠান থেকে মূলত পশুদের উপর হওয়া নির্যাতন রুখতে কড়া আইন প্রণনয়ের দাবি জানান তারা।
আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাণী নির্যাতনে কড়া আইন আনার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে তারা কথা বলেননি। ওই অনুষ্ঠানে আসেননি প্রধানমন্ত্রী। নিজেদের দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর দফতরে পাঠান তারা।
বিজেপির পক্ষ থেকে দেশজুড়েই এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কখনও নারী, তো কখনও প্রাণীদের উপর নির্যাতনের বিরুদ্ধে, কখনও আবার সামাজিক বিষয় নিয়ে দেশবাসীর থেকে মতামত জানতে চেয়েই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অভিনেত্রী দেবলীনাসহ টলিউডের অন্য কলাকুশলীরা এর আগেও পশুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। নীলরতন সরকার হাসপাতাল চত্বরে ১৬টি কুকুর ছানা খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে স্বাস্থ্য ভবনের কাছে অবস্থানও করেছিলেন তারা। তখন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করে তাদের অবস্থান তুলে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশের লাঠিতে আহতও হয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা তথাগত মুখোপাধ্যায়সহ অন্যান্যরা।
পিবিএ/জিজি