মোদীর পক্ষে কঙ্গনাসহ ৬১ জনের পাল্টা চিঠি

পিবিএ,ডেস্ক: ভারত জুড়ে চলতে থাকা গণপিটুনির ঘটনা ও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রবণতার প্রতিবাদে দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন। তিন দিন আগে লেখা ওই চিঠির জবাবে এবার ৬১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাল্টা চিঠি লিখলেন।

এই খোলা চিঠিতে আগের চিঠির প্রেরকদের আক্রমণ করা হয় ‘‘নির্দিষ্ট ক্ষোভ, মিথ্যা বর্ণনা এবং পরিষ্কার রাজনৈতিক পক্ষপাতিত্ব”-এর অভিযোগ তুলে। এই নতুন চিঠিটি লিখেছেন সেন্সর বোর্ডের মুখ্য প্রসূন যোশী, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, চিত্র পরিচালক মধুর ভান্ডারকর, অভিনেতা বিবেক অগ্নিহোত্রী এবং ধ্রুপদী নর্তক ও রাজ্যসভার সদস্য সোনাল মানসিং।

এই চিঠিতে দাবি করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো প্রশাসন চালানোর প্রচষ্টাতে আঘাত হানতেই মিথ্যেভাবে নির্দিষ্ট কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। খোলা চিঠিতে যাঁরা সই করেছেন, তাঁরা উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদের উপর মাওবাদীদের হামলার সময় চুপ থেকেছেন।

কাশ্মীরে যখন বিচ্ছিন্নতাবাদীরা স্কুল জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়েছিল তখন তাঁরা নীরব থেকেছেন। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে যখন সন্ত্রাসবাদীরা স্লোগান দিয়েছে তখনও কিছু বলেননি এই মানুষগুলি।

দেশে বাড়ছে অসহিষ্ণুতা। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে খোলা চিঠি দিয়েছিলেন ৮৯ জন বিশিষ্ট মানুষ। দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কড়া শাস্তি দাবি করেন তাঁরা।

এ ধরনের ঘটনায় জামিন ব্যতিরেকে যাবজ্জীবন সাজার দাবি জানানো হয়। চিঠিতে উঠে এসেছে ‘জয় শ্রী রাম’ প্রসঙ্গও। বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রী রাম যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...