মোদীর প্রথম মন্ত্রিসভায় বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হলো

পিবিএ ডেস্ক: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা কে কোন মন্ত্রক পেলেন তা ঘোষণা করা হয়েছে। এবং এদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেই বৈঠকেই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বড় সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। সেনা ও পুলিশের শহিদদের সন্তানদের জন্য যে স্কলারশিপ প্রকল্প ছিল তার ভাতা বাড়ানো হল। মাসিক স্কলারশিপের টাকা ছেলেদের জন্য ২ হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার ও মেয়েদের জন্য ২ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হল।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, আমাদের সরকারের প্রথম সিদ্ধান্ত তাঁদেরকে উৎসর্গ করা হল যাঁরা দেশের সেবায় নিয়োজিত।

এদিন নরেন্দ্র মোদী তাঁর বাকী ২৪ জন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এঁদের নিয়ে বৈঠক করে নিজের মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...