পিবিএ,যশোর: যশোরের অভয়নগরে মোবাইল ফোনে সিনেমা ও গান দেখানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলার পর শামিম হাসান ওরফে শামিমুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শামিম একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
ঘটনার শিকার স্কুলছাত্রী জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী শামিম তাকে মোবাইল ফোনে সিনেমা ও গান দেখানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় সে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শামিম ভয়ভীতি দেখায়। সে বাড়িতে ফিরে ঘটনাটি তার পরিবারকে জানায়।
ঘটনা জানার পর মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যরা তাকে নিয়ে অভয়নগর থানায় গিয়ে শামিম হাসান ওরফে শামিমুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযুক্ত শামিমকে রাতেই আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/এসডি