মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পিবিএ,ঢাকা: ঘন ও জনবসতিপূর্ণ এলাকাসহ সকল শিক্ষা-প্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা সম্বলিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে আজ।

রায়ে স্পর্শকাতর এলাকা বলতে জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জনবহুল কর্মসংস্থানকে বুঝানো হয়েছে।


হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর বৃহস্পতিবার সকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর বিকিরণের (রেডিয়েশন) বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...