পিবিএ ডেস্ক: ১২ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে ১১ বছরের একটি ছেলে শিশুকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনামপাং শহরে। মেয়েটির মায়ের অভিযোগে ছেলেটি আটক করে পেনামপাং থানা পুলিশ।
পেনামপাং থানার উপ-মহাপরিদর্শক মোহাম্মদ হারিস ইব্রাহিম বলেছেন, মেয়েটির মা পুলিশ রিপোর্ট করেছেন, তাই তাকে আটক করা হয়েছে। আটকের পর ছেলেটি ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশের কাছে ছেলেটি জানায় তারা চারবার যৌন মিলন করেছে। মোবাইলে পর্নোগ্রাফির দ্বারা প্রভাবিত হয়েই তারা এই কাজ করেছে ।
পিবিএ/বাখ