পিবিএ,ঢাকা: ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টার পর রবি, বাংলালিংক, গ্রামীণফোন এবং টেলিটকের গ্রাহকদের ২২ লাখ ৩০ হাজার সিম বাতিল বা অকার্যকর হতে যাচ্ছে।
একজন মোবাইল গ্রাহক ১৫টির বেশি সিম ব্যবহার করতে পারবে না—টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক বছর আগে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। নির্ধারিত সীমার বাইরে বর্তমানে ব্যবহার হচ্ছে প্রায় ২২ লাখ ৩০ হাজার সিম।
সীমার বাইরে সচল এসব সিমের মধ্যে রবির সংখ্যাই বেশি- আট লাখ ৮০ হাজার, বাংলালিংকের চার লাখ ৯৫ হাজার, গ্রামীণফোনের চার লাখ ৬৫ হাজার এবং টেলিটকের চার লাখ ৯০ হাজার সিম রয়েছে। বিটিআরসি এ তথ্য সংগ্রহ করে তা গত ৬ এপ্রিল মোবাইল ফোন অপারেটরদের জানিয়ে দিয়েছে।
বিটিআরসির গত ২৭ মার্চের ওই সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ এপ্রিলের শুরুতে বা ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টার পর পরই ১৫টির বেশি সিম ব্যবহারকারীদের মোবাইল নম্বর নিষ্ক্রিয় করা হবে। এর ফলে উপরোক্ত চার অপারেটরের কমপক্ষে ২২ লাখ গ্রাহক তাদের অতিরিক্ত সিম আর ব্যবহার করতে পারবেন না।
পিবিএ/এএইচ