পিবিএ ডেস্ক: প্রায় ৭২ দিন পর পোস্টপেইড মোবাইল সেবা চালু হচ্ছে কাশ্মীরে। সেখানকার মোবাইলের সব নেটওয়ার্ক পুণরায় চালু করে দিচ্ছে প্রশাসন। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই সেখানকার মোবাইল, ল্যান্ডফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।
সোমবার দুপুর থেকে ৪০ লাখ পোস্টপেইড মোবাইল সেবা চালু করবে কর্তৃপক্ষ। তবে ইন্টারনেট সেবা এখনও বন্ধই থাকছে। কাশ্মীরে মূলত বিত্তশালী এবং ব্যবসায়ীদের হাতেই পোস্টপেইড মোবাইল রয়েছে। ফলে এই ঘোষণায় সাধারণ নাগরিকদের কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার ওপর সেখান থেকে পর্যটকদেরও চলে যেতে বলা হয়। এরপর কয়েক মাস ধরেই কাশ্মীরে পর্যটক চলাচলেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার পর্যটকদের জন্যও খুলে দেয়া হয়েছে ভূস্বর্গ।
এছাড়া গত মাসেই ল্যান্ডলাইন সংযোগ চালু করে দেয় প্রশাসন। এবার মোবাইল সেবা পুণরায় চালু করে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।
পিবিএ/বাখ