শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম মনির শুক্রবার রাতে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এতে ক্ষেত্রে চাই সকলের সহযোগীতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভূমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।
তিনি আরো জানান, অফিসার ইন চার্জ হিসেবে মোরেলগঞ্জ তৃতীয় থানা। এর আগে তিনি মুজবনগর ও খুলনার ফুলতলা থানায় অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। দুই বছরের বেশি সময় ছিলেন জাতিসংঘ মিশনে। পৈত্রিক নিবাস যশোর কতোয়ালী থানা। এক কন্যা সন্তানের জনক তিনি।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।শেখ সাইফুল ইসলাম কবির
পিবিএ/এমএসএম