মোহনগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহবন্দী ১২ পরিবার

পিবিএ,মোহনগঞ্জ (নেত্রকোনা): মেহনগঞ্জের কমলপুরে ১২টি পরিবারের নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র- ছাত্রীসহ শতাধিক মানুষকে এক মাস ধরে গৃহবন্দি করে রেখেছে প্রভাবশালী মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ। তার সাথে কমলপুর গ্রামের তাহের উদ্দিন মোল্লা, আছির উদ্দিন মোল্লা, তারা মিয়া সহ কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে।

মোহনগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহবন্দী ১২ পরিবার
মোহনগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহবন্দী ১২ পরিবার

উপজেলার সমাজ শহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের গৃহবন্দি ৭৮ বছরের বৃদ্ধ আ.মজিদ জানান, গত এক মাস আগে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের রাস্তা পারিবারিক কবরস্থানের উপর দিয়ে নিতে চাইলে, আমরা সেটিকে অন্যদিক দিয়ে নিতে বলি।

এ বিষয়কে কেন্দ্রকরে এলাকার কিছু প্রভাব শালী মিলে আমার বড়িসহ ১২টি পরিবারের বাড়ি থেকে বাহিরে বের হওয়ার সমস্ত রাস্তা তারা বন্ধ করে দেয়। বাড়ির আশপাশে সরকারি রাস্তাসহ মোট নয়টি স্থানে বেড়া দিয়ে সবরমক যাতায়ত বন্ধ করে দিয়েছে। একমাস যাবত চারপাশ আটকা অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।

এসব বাড়ির স্কুলে পড়–য়া ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। ফলে তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। সমাজ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঝুমা, কমলপুর প্রথমিক বিদ্যালয়ের ৯শিক্ষার্থী ও সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ শিক্ষার্থী জানান,তাদের বাড়ির চার পাশের রাস্তা বন্ধ থাকায় তাদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, ওই ১২টি বাড়ির চারপাশে অসংখ্য বেড়া দিয়ে তাদের সমস্ত যাতায়ত বন্ধ করে রাখা হয়েছে। এ সময় ওই রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন পার্শ¦বর্তী মামুদপুর গ্রামের আ. হাসেম। রাস্তায় বেড়া দেওয়া দেখে তিনি বলেন, “ হাফেজ আব্দুল্লাহ এই কাজ করছে, এটা তো কিয়ামতের আলামত। দেশে কি কোনো আইন নাই।”

স্থানীয় ইউপি সদস্য লালচান মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে পিবিএকে বলেন, কবরের জন্য রাস্তা অন্যদিক দিয়ে ঘুরিয়ে নিতে বলায় এলাকাবাসী মিলে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।

পিবিএ/এসআইজে/আরআই

আরও পড়ুন...