রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে বিপুল পরিমান জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতদের নাম, মো. সজিব হোসেন (২৬)।
সোমবার বিকালে মোহাম্মদপুরে জাল টাকা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য সোমবার বিকালে মোহাম্মদপুর এলাকায় জাল টাকা বিক্রির সময় মো. সজিব হোসেন কে (২৬) আটক করা হয়। এসময় তার নিকট হতে বাংলাদেশী ১ হাজার, ৫০০, ২০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকা মূল্যমানের মোট ৬৬ হাজার ২৩৫ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী তার ভাড়া বাসা হতে জাল টাকা তৈরিতে ব্যবহৃত ৩৫০ টি সাদা নেগেটিভ ফ্লিম ট্রেসিং পাতা, ৩টি কাঁচি, সোনালী রংয়ের লিকুইড, ১টি Epson ব্রান্ডের প্রিন্টার, ১টি এন্টি কাটার ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সে জাল টাকা তৈরীর সংঘবদ্ধ চক্রের সদস্য। সে পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফট্ওয়্যার ও বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরী করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বিক্রি করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।