পিবিএ,ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে র্যাব। আজ বুধবার র্যাব-২ এর একটি বিশেষ আভিযানে রায়ের বাজার সাদেক খান কাঁচাবাজার হতে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদীসহ ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাত দলের ০৭(সাত) জন সক্রিয় সদস্যকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।
পিবিএ/বাখ