মোহাম্মদপুরে রবিউল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মোঃ রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ সুজন ওরফে ডিপজল (২২)’কে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১০ অক্টোবর আনুমানিক ভোর ০৫.০০ ঘটিকায় গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুজন ওরফে ডিপজল(২২) এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জন মিলে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মানাধীন ভবনের লোহার রড চুরি করে নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভিকটিম মোঃ রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ডরা ধাওয়া করে আসামি মোঃ সুজন ওরফে ডিপজল(২২)’কে আটকপূর্বক চোরাই রড উদ্ধার করে।

উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২০২৪ সালের ১০ অক্টোবর রাত আনুমানিক ২২.১৫ ঘটিকার সময় ভিকটিম মোঃ রবিউল ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করাকালীন অবস্থায় ধৃত আসামি মোঃ সুজন ওরফে ডিপজল(২২) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ভিকটিম রবিউল ইসলাম(৩৪)’কে মারাত্বক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রবিউলকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে গ্রেফতার এড়াতে উক্ত আসামি আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে আসামিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...