মোহাম্মদপুরে সাংবাদিকের ওপর হামলা (ভিডিওসহ)

https://www.facebook.com/footage24/videos/2527772887438673/?t=4

পিবিএ,ঢাকা: রায়েরবাজার সাদেকখান রোডে আলীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর ক্যাডারদের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তি‌নি আগাম‌ি নিউজ ২৪.কম নামক এক‌টি অনলাইন পোর্টা‌লে কাজ ক‌রেন। সুমন’কে শিকদার মেডিকেলে নেয়ার পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের লোকজন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুলিশের সামনে সশস্ত্র মহড়া দিচ্ছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...