বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত সাজ্জাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা সহ-সভাপতি।
গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব ২ এর একটি দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ব্যাটেলিয়নটির সহকারী পরিচালক(মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী ও আন্দোলনে নিহত আকতার হোসেন হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন(২৪)-কে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ২।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন দমাতে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় তাদের নির্মমভাবে হামলা করে সাজ্জাদ। তার বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।