মো. জাকির হোসেন, পিবিএ, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীতে এক ঝাঁক মৌমাছির আক্রমন ও কামড়ে আব্দুর রহিম শাহ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের সোনারায় গ্রামে। নিহত কৃষক ওই গ্রমের মৃত সরিতুল্ল্যাহ শাহ্ধসঢ়;-র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ওই কৃষক মাথায় লাল রং এর গামছা পেঁচিয়ে নিজবাড়ির অদুরে ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে শতশত মৌমাছি তাকে আক্রমন করে কামড়িয়ে পুনরায় উড়ে চলে যায়। এ সময় ওই কৃষকের নাক-মুখ দিয়ে ফেণা উঠতে শুরু করলে স্বজনরা তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ আলম।