পিবিএ, মৌলভীবাজার: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাইফুল ইসলাম (১৭) নামে এক যুবককে হত্যা মামলার পলাতক আসামী রাসেল ইসলা কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর সকালে সিলেটের শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন সিরাজী সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান উক্ত আসামীকে গত ১৬/০৭/১৮ ইং তারিখ গাজীপুর জেলা পুলিশ লাইনস স্কট পাটির মাধ্যমে, কিশোর উন্নয়ন কেন্দ্র টংগী, গাজীপুর হইতে শাহপরান (রহঃ) থানার মামলা নং-০৩ তাং-০২/০৭/১৭ইং ধারা-৩০২/৩৪ দঃবিঃ সংক্রান্তে গত ১৬/০৭/১৮ ইং তারিখ বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সিলেট হাজিরা শেষে ১৬/০৭/১৮ ইং তারিখ সিলেট হইতে ঢাকা গামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে কিশোর উন্নয়ন কেন্দ্র টংগী, গাজীপুর স্কট করিয়া নেওয়ার সময় পারাবত ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর লাউয়াছড়া পাহাড়ী এলাকায় সে টয়লেট ব্যবহার করে।
টয়লেট হইতে বাহির হইয়া সু-কৌশলে চলন্ত ট্রেন হইতে লাফ দিয়ে পালিয়ে যায়। উক্ত আসামীর বিরুদ্ধে সাইফুল ইসলাম(১৭), পিতা-মারজান আলী, সাং-জিরুন্ডা, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমানে লামাপাড়া সিলেট কে হত্যার দায়ে গত ০২/০৭/১৭ ইং তারিখ শাহপরান (রহঃ) থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৭/১৭ ইং, ধারা-৩০২/৩৪ দঃবিঃ হত্যা মামলা বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সিলেট বিচারাধীন এবং একটি পুলিশ হেফাজত হইতে পলাতক হওয়ায় নিয়মিত মামলা তদ ন্তাধীন সহ একাদিক মামলার পলাতক আসামী। উক্ত আসামীকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।
পিবিএ/টিপি/আরআই