মৌলভীবাজারে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত


এ.এস.কাঁকন, পিবিএ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

সোমবার (১৮ফেব্রুয়ারি) জেলা ও উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা সারাদেশে অনুষ্ঠেয় ৫ম উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন। জমা দেওয়ার শেষ সময় বিকাল ৫টা পর্যন্ত এ পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ হিসাবে মো. কামাল হোসেন বিনাদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

মো. কামাল হোসেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং সাবেক আপার কাগাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন , মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে মো. কামাল হোসেন একক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু,এমদাদুর রহমান,আব্দুল মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহিন রহমান, সাবেক চেয়ারম্যান রাশিদা খাঁন, মিলি আছিয়া রহমান ও মিতা ভুঁইয়া মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন
প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৮ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

পিবিএ/এএসকে/জেডআই

আরও পড়ুন...