পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪৩ বস্তা ভেজাল চা পাতা ও ভেজাল মরিচ জব্দ করেছে হয়েছে। এসময় মসলার মিলে কর্মরত শ্রমিক মিলন মিয়া, উজ্জ্বল কর, উজ্জ্বল তাঁতী নামের তিনজনকে আটক হয়।
বৃহস্পতিবার মসলার মিলে এই অভিযান চালায় গোয়েন্দা বিভাগ। ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা এর নেতৃত্বে এসময় অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।
ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা বলেন, মসলার মিলে নষ্ট হয়ে যাওয়া মরিচসহ ভেজাল মসলা তৈরী করার সরঞ্জাম পেয়েছি। আমরা ভেজাল জিনিসগুলো জব্দ করেছি। আটককৃত তিনজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। তারা মসলার মিলের বাহিরে তালা দিয়ে ভিতরে এসব ভেজাল জিনিস তৈরীর কাজ করতো।
পিবিএ/টিএপি/আরআই