মৌলভীবাজার উপজেলা নির্বাচন মনিটরিং টিমের সভা


পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজার পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০১৯ নির্বাচন মনিটরিং টিমের সভা অনুষ্টিত হয়। সকল উপজেলায় সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষে এবং নির্বাচন ঘিরে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারনায় নির্বাচনী আচরনবিধি মেনে চলতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবেনা, নির্বাচনে প্রার্থীর সঙ্গে পুলিশ সদস্যদের সখ্যতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টিতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাই বদ্ধ পরিকর।

এই পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতার প্রয়োজন। নির্বাচনে কেউ ভয়ভীতি আর গুজব ছড়ালেই আইনী ব্যবস্থা নেয়া হবে,সবাইকে সকল ভয়ভীতির ঊর্ধেউঠে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, দুষ্ট লোকরা পরিবেশ নষ্ট করার চেষ্ঠা করতে পারে, নির্বাচনের ভাবমূর্তি কেউ যাতে নষ্ট করতে না পারে এ লক্ষে সকলকে সর্তক থাকতে হবে, আমরা সকলের সহযোগিতায় চাই।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম।

সভায় জেলার সাত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিবিএ/এএসকে/এমএসএম

আরও পড়ুন...