মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

পিবিএ ডেস্ক: এম নাসের রহমানকে সভাপতি এবং মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ মে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এম নাসের রহমানকে সভাপতি এবং মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে ৪৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলেও অভ্যন্তরীণ বিরোধের কারণে তা আর হয়নি।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধের নিরসন ঘটে। প্রায় দুই বছরের মাথায় পূর্ব ঘোষিত জেলা কমিটিকে পুনর্গঠিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন জ্যেষ্ঠ সহসভাপতি ফয়জুল করিম, সহসভাপতি আবদুল ওয়ালী সিদ্দিকী, আবেদ রাজা, মো. আবদুল মুকিত, মোয়াজ্জেম হোসেন, নাসির উদ্দিন আহমেদ, আশিক মোশারফ, জামি আহমদ, আতাউর রহমান, বদরুল আলম ও আহম্মদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলু মিয়া, আনোয়ার আক্তার চৌধুরী, আয়াছ আহমদ, ফয়সল আহমদ, মোনায়েম খান, আবদুর রকিব, এম এ রশিদ, শামীম আহমদ, নুরুল আলম, মুহিতুর রহমান ও অলিউর রহমান।

সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, মতিন বক্স ও মুজিবুর রহমান। প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী ও দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম।

এ ছাড়া প্রবাসী সদস্য হয়েছেন যুক্তরাজ্যের অদুদ আলম, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বকসী শামীম আহমদ ও আবদুস শহীদ। কানাডা থেকে ফয়সল আহমদ এবং যুক্তরাষ্ট্র থেকে দারাদ আহমদ। কমিটির উপদেষ্টা করা হয়েছে এবাদুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান ও আবদুল কাদিরকে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পূর্ণাঙ্গ কমিটির বিষয় নিশ্চিত করে বলেন, ‘আগে যে ৪৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটিকে আলাপ-আলোচনার ভিত্তিতে পুনর্গঠিত করে গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।’

পিবিএ/আরআই

আরও পড়ুন...