পিবিএ,মৌলভীবাজার: ৫ম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। আর ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহন। বিকেল ৪টা পর্যন্ত সব উপজেলায় বিরতিহীনভাবে ভোটগ্রহন চলবে। জেলা নির্বাচন অফিস সূএে জানা গেছে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে জেলার ৭টি উপজেলার চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৫১৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এতে ১২৯৭৫১১ জন ভোটার যাদের মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন-৬৫২২৬৪ জন আর মহিলা ভোটার -৬৪৫২৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মৌলভীবাজার ৭টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্টভাবে ভোট গ্রহনের জন্য,ভোটারদের নিরাপত্তা ও নাশকতা এড়াতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়াও পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব সদস্যরা মাঠে নিয়োজিত আছেন।
পিবিএ/এএসকে/এমএসএম