মৌলভীবাজার বাংলাদেশ-ভারত মনিপুরী মুসলমানদের সমাবেশ


পিবিএ,মৌলভীবাজার: বাংলাদেশ ও ভারতের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বপুর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং সংষ্কৃতি, শিক্ষার উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ-ভারত মনিপুরী মুসলমানদের সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১২মার্চ) রাতে মণিপুরী মুসলিম কমিউনিটি অব বাংলাদেশ এর আয়োজনে কমলঞ্জের আদমপুড় বাজার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাজ্জাদুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের এডিসি জেনারেল ও উপসচিব মো. নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সর্বমনিপুরি মুসলিম সংস্থার সভাপতি এস.এম.জালাল, ভারত মুনিপুর মানবাধিকার কাউন্সিলের সাধারন সম্পাদক এড, মো. বারী খান। সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম মণিপুরী কমিউনিটির নেতারা ও ভারতের মুসলিম মণিপুরী নেতারা ।

দুই দেশের মণিপুরী কমিউনিটির নেতারা তাদের ভাষা ও সংষ্কৃতি রক্ষা আরো জোরদার করতে এবং মনিপুরি ভাষা পাঠ্যসূচী প্রণয়নের দাবী জানান।
সমাবেশে ভারতের মণিপুর রাজ্যের সর্ব মণিপুরী মুসলিম সংস্থার সভাপতি এস এম জালালের নেতৃত্বে আসা নয় সদস্যের প্রতিনিধি দলকে উত্তরীও পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পিবিএ/এএসকে/এমএসএম

আরও পড়ুন...