মৌলভীবাজার শহরে দু’টি সড়কের উদ্বোধন

opening

পিবিএ, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ইউজিআইআইপি-৩ এর অধীনে উন্নয়নকৃত শহরের টিভি হাসপাতাল সড়ক ও আরামবাগ রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৮২ লক্ষ ৪ হাজার টাকার কাজের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সড়ক দু’টির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ (এম.পি)। এ উপলক্ষ্যে আলোচনা সভাও আয়োজন করা হয়।

শুভ উদ্বোধন শেষে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সাকুরা মার্কেট সম্মুখস্থ মাঠে, পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলি (ইলেকট্রিক) রণধীর রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকিল আহমদ , সাধারন সম্পাদক মিছবাহুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল। এ সময় পৌর মেয়র ফজলুর রহমান বলেন, টিভি হাসপাতাল সড়কটি অত্র এলাকার দৃষ্টিনন্দন ও বাইপাস সড়কে পরিণত হয়েছে। এখন শহরে যানজট কিছুটা কমবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...