মৌসুমী মিশার কাছে ভোট চাইলেন

পিবিএ ডেস্ক: ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি জমজমাট হওয়ার পাশাপাশি উত্তপ্তও। শিল্পী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির একজন দায়িত্ববান ব্যক্তি যিনি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পদের প্রার্থীও – তার ধারণা হয়ে গেছে তিনি নির্বাচনে হেরে যেতে পারেন। যদি হেরে যান তাহলে চিত্রজগতে তার অবস্থান নতুন বাঁক নিতে পারে। এজন্য তিনি যেখানে যাকে প্রয়োজন সেখানে তারই প্রভাব ব্যবহার করার চেষ্টা করছেন। তিনি এখন আওয়াজ তুলেছেন, নির্বাচনের দিন শিল্পী সমিতির সাড়ে চারশ’ ভোটার ছাড়া এফডিসিতে আর কেউ প্রবেশ করতে পারবেন না।

এই নিয়ে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠেছে। কেপিআই এলাকা এফডিসিতে এখন চিত্রকর্মীদের ১৮টি সংগঠন সক্রিয় রয়েছে। নির্বাচনের দিন সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না। পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ বলতে গেলে সব সংগঠনই এর প্রতিবাদ করেছে। এখানে যে এফডিসি নামের একটা প্রশাসন রয়েছে, তার তোয়াক্কাই করা হচ্ছে না। এই কমিটির দু’একজন নেতার ভূমিকার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠেছে। তবে প্রার্থীদের মধ্যে ঐক্যও দেখা যাচ্ছে। দু’দিন আগে একটি সাময়ীকীর সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে এফডিসির কালার ল্যাবে যে অনুষ্ঠানটির আয়োজন হয় তাতে অতিথি হিসেবে ছিলেন দুই সভাপতি প্রার্থী মৌসুমী ও মিশা সওদাগর। এই সময় মৌসুমী ভোট চান মিশা সওদাগরের কাছে।

জবাবে মিশা বলেছেন, মৌসুমী বিশ্বের যেখান থেকেই নির্বাচনে প্রার্থী হোক না কেন, তাকে ভোট দিতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। কিন্তু এবার আমি প্যানেলের প্রার্থী। সেই প্যানেলের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং মৌসুমীকে আমি কিভাবে ভোট দেব?’ এই নিয়ে মৌসুমী অবশ্য নির্লিপ্ত। তবে অনেকে ধারণা করছেন, মৌসুমীও হয়ে যেতে পারেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের ইতিহাস। নির্বাচনের দিনটি আসার আগে মৌসুমী নির্বাচনের সব বিধি মেনেই নির্বাচনী প্রচারণা করছেন। প্রতিদিন সময় করে ভোটারদের কাছে ভোট চাইছেন তিনি।

মৌসুমী বলেছেন, অনেকের কাছে তার নিজের পক্ষ থেকে ভোটের আহ্বানে ফোন পৌঁছায়নি। কিন্তু মৌসুমী কথা দিয়েছেন অবশ্যই তিনি প্রত্যেকে ভোটারের কাছে নিজেই ভোট চাইবেন। মৌসুমী বলেন,‘ আমি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনেরই প্রত্যাশা করছি। শিল্পীদের, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। প্রশাসনের সহযোগিতা চাইছি যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট প্রদান করতে পারেন। নির্বাচন কমিশনের সহযোগিতা চাইছি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...