পিবিএ ডেস্ক: সব ধরনের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড় পান পুরস্কার। এ হিসেবে সাধারণত দেওয়া হয় ক্রেস্ট, মেডেল, অর্থ পুরস্কার কিংবা পানীয়র বোতল।
তবে সেই নিয়ম ভেঙে দিয়ে ভয়ংকর ম্যাচসেরার পুরস্কার পেলেন রাশিয়ার এক খেলোয়াড়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লীগে (এনএইচএল) খেলোয়াড়দের অদ্ভুত পুরস্কার দেয়ার অনেক নজির আছে। ক্যারোলিনা হ্যারিকেন্স যেমন সেরা পারফরমারদের কাঠ কাটার কুঠার উপহার দেয়। নিউইয়র্ক রেঞ্জার্সের উপহার সুন্দর ব্রডওয়ে হ্যাট (এক ধরণের টুপি)। কিন্তু রাশিয়ার দ্বিতীয় বিভাগ হকি লীগে ম্যাচসেরার পুরস্কার হিসেবে যা দেয়া হলো তা সবকিছুকে ছাড়িয়ে গেছে। কুঠার কিংবা টুপি নয় সেখানে সেরা খেলোয়াড়কে দেয়া হয়েছে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল।
গোলমুখে দারুণ পারফরম করেছিলেন সেভেলি কনোনভ। প্রতিপক্ষ কেলমেটের একের পর এক আক্রমণ ঠেকিয়ে নিজ দল ইজস্তাল ইজভেস্ককে এনে দেন ৩-২ গোলের এক রুদ্ধশ্বাস জয়। ২৩ বছর বয়সী কনোনভ ৩৬টি শট ঠেকিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু ড্রেসিং রুমে পুরস্কার নিতে গিয়ে রীতিমত অবাকই হয়েছেন রাশিয়ার এই হকি গোলরক্ষক। কারণ ম্যাচ অফিসিয়ালরা নিয়ে এসেছিলেন একটা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল! পৃথিবীর বিখ্যাত অ্যাসল্ট রাইফেলের মধ্যে প্রথম সারিতে একে-৪৭। সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলিটারির লেফটেনেন্ট জেনারেল মিখাইল কালাশনিকভ ১৯৪৫ সালে আবিষ্কার করেন এই মারাত্মক অস্ত্র। এরপর থেকে রাশিয়ান মিলিটারিসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী একে-৪৭ ব্যবহার করছে।
পিবিএ/ইকে