খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সমাবেশ

ময়মনসিংহে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

পিবিএ,ময়মনসিংহ: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূঁড়া চত্বরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
নানা নাটকের পর আজ সকালে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দুপুর ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
এরই মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে রেলওয়ে কৃষ্ণচূঁড়া চত্বরের দিকে মিছিল নিয়ে রওনা হয়েছেন।
আজ সকালে শহরের নতুন বাজারের হরিকিশোর রায় রোডের বিএনপির জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচুর সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের ভিতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। ভেতরে এমরান সালেহ প্রিন্সও সেখানে রয়েছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স তখন বলেছিলেন, গতকাল সন্ধ্যায় প্রশাসন আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান নিয়েছে। আমরা যেকোনো পরিস্থিতিতে রেলওয়ে কৃষ্ণচূঁড়া চত্বরে সমাবেশ করবো। বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...