ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ প্রার্থী টিটু

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু

পিবিএ ডেস্ক: ময়মনিসংহ সিটি করপোশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি দলের মহানগর কমিটির সহ-সভাপতি।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় দেশের ১২তম এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। নির্বাচনে মোট ১৩০টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...