ময়মনসিংহ হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫


পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে হত্যা মামলার অন্যতম আসামী, ডলার প্রতারক সিন্ডিকেটের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি আমেরিকান ডলার ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত ডলার প্রতারক ও মাদক ব্যবসায়ীকে পৃথক মামলায়, এছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত অন্যান্যদের তথ্য সংগ্রহের জন্য গ্রেফতারকৃত মাসুদকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ আদালতে প্রেরণকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ থানার হত্যা মামলার অন্যতমহোতা মাসুদ, ডলার প্রতারক সোলাইমান ও সুমন এবং মাদক ব্যবসায়ী কালাম ও আঃ সালাম।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, এসআই(নিঃ) মাসুদ জামালী ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) এর ১১(ক)/৩০ এর আসামীকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৬ ফেব্রুয়ারী ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে হত্যাকান্ডের অন্যতমহোতা মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ রোববার আদালতে পাঠানো হয়েছে।

অপর অভিযানে এসআই আক্রাম হোসেন, এএসআই আব্দুল খালেক ও এএসআই সুজন চন্দ্র সাহা মুক্তাগাছায় বিশেষ অভিযান পরিচালনা করে বেচুয়াখালী হযরত আলী ফিলিং ষ্টেশনের সামনে থেকে ৫৪টি আমেরিকান ডলারসহ অবৈধ ডলার ব্যবসায়ী সোলাইমান ও মোঃ সুমন মিয়া নামের দুপ্রতারককে গ্রেফতার করেছে। এছাড়া এসআই আজিজুল হক গৌরীপুরের চরশ্রীরামপুর থেকে ১৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কালাম মিয়া ও আঃ সালামকে গ্রেফতার করেছে। পরে

রবিবার (১৭ ফেব্রুয়ারি)গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ হয়েছে বলে আরও জানান তিনি।

 

পিবিএ/এআরবি/জেডআই

আরও পড়ুন...