ময়মনসিংহ-৬ আসনে নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী গ্রেফতার

পিবিএ,ময়মনসিংহ: একাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের ওপর হামলা ও মারপিটের মামলায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল জানান, রবিবার ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে ফুলবাড়ীয়া উপজেলার তেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...