পিবিএ ডেস্ক: ইঁদুরকে অপছন্দ করে না এরকম মানুষের সংখ্যা নেহাতই কম। তবে ইঁদুর এমন কাজ করে তা জানলে এটির সম্পর্কে আপনার ধারনা পাল্টে যেতে পারে । আফ্রিকান জায়ান্ট পাউচড জাতের এমন কিছু প্রশিক্ষিত ইঁদুর তৈরি করেছে তানজিনিয়া ভিত্তিক অলাভজনক সংগঠন আ্যাপোপো। এগুলো তাদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে মানুষের জীবন বাঁচাতে সক্ষম । যক্ষা রোগের জন্য এদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে । সংস্থাটি এসব ইঁদুরের নাম দিয়েছি হিরো রেটস । পরিত্যক্ত মাইন বিস্ফোরণের প্রতি বছর চার হাজার লোক প্রাণ হারায়। বিশ্বে যক্ষা চিকিৎসা থাকলেও যথাযথ রোগ নির্ণয় পরীক্ষার অভাবে সাব-সাহারা আফ্রিকার দেশগুলোতে অর্ধেক যক্ষা রোগীর মৃত্যুর আগে জানতে পারে না তাদের কি রোগ হয়েছিল। প্রশিক্ষিত ইঁদুর যক্ষা রোগীর লালার গন্ধ শুঁকে ধরতে পারে যক্ষ্মা হয়েছে কিনা। প্রতি ১০০ টি পরীক্ষার জন্য এদের সময় লাগে মাত্র ২০মিনিট । যেখানে পরীক্ষাগারে সময় লাগে চার দিন। এরা স্থলমাইনেরর গন্ধ শুঁকে মাটি খুঁড়ে একদম ঠিক জায়গাটি দেখিয়ে দিতে পারে নিয়ন্ত্রনকারী দলকে । এদের ওজন এতই কম যে ল্যান্ডমাইনের ওপর চলাফেরাতেও বিস্ফোরিত হয় না।
পিবিএ/বাখ