যবিপ্রবিতে করোনা পরীক্ষা, তিন জেলার আরও ১১ পজিটিভ শনাক্ত

JUST

মোসাব্বির হোসাইন,যবিপ্রবি প্রতিনিধি: নোভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য গতকাল রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বৃহত্তর যশোরের চার জেলার ৭৮ টি নমুনা সরবরাহ করেন সিভিল সার্জনগণ। এর মধ্যে ১১ টি নমুনা করোনা পজিটিভ এসেছে।

গতকাল সরবরাহকৃত নমুনার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হয়। এর মধ্যে যশোরের ৮টি নমুনা পরীক্ষা করে ৪টি, ঝিনাইদহের ৩৯টি নমুনা পরীক্ষা করে ৪টি, নড়াইলের ২০টি নমুনা পরীক্ষা করে ৩টি কভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১১টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। এ বিষয়টি যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও শনিবার যশোর, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার ৬৬ টি নমুনা সরবরাহ করে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনগণ। যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫ টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪ টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনার মধ্যে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

বিএইচ/বিএইচ

আরও পড়ুন...