পিবিএ,যবিপ্রবি: গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোর, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই সাত জেলা থেকে মোট ৭১ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬ টি নমুনা বিভিন্ন কারনে পরীক্ষার অনুপযোগী হওয়ায় সেগুলো বাদ দিয়ে বাকী ৬৫ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ টি নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, “প্রাপ্ত ৬৫টি নমুনার মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়া ২ জন, মেহেরপুর ১ জন এবং মাগুরা ১ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া নড়াইলে ৫ জন আক্রান্তের মধ্যে চারজনই চিকিৎসক।”
উপাচার্য আরও জানান, সরকারের পক্ষ থেকে আমাদেরকে কীটসহ পরীক্ষার জন্য আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হচ্ছে, কিন্তু সবকিছু যদি প্রয়োজনমত ও সঠিক সময়ে সরবরাহ করা না হয় তাহলে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, কারন আমাদের বিশ্ববিদ্যালয়ের তহবিলে এত বেশী অর্থ নেই, সুতরাং সরকার থেকে করোনা পরীক্ষার প্রয়োজনীয় জিনিস সময়মত ও প্রয়োজনমত সরবরাহ করা জরুরী।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ টি নমুনা নিয়ে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়। এ নিয়ে গত চারদিনে ২০২ টি নমুনা পরীক্ষা করা হয় আর এরমধ্যে সবগুলোর ফলাফলই নেগেটিভ আসে কিন্তু গত মঙ্গলবার যশোর পার্শ্ববর্তী সাত জেলার সিভিল সার্জন কর্তৃক সরবরাহকৃত ৬৫ নমুনার ১৩ টি তেই করোনা পজিটিভ এসেছে।
পিবিএ/মোসাব্বির হোসাইন/বিএইচ