যবিপ্রবি শিক্ষার্থী প্রিয়াংকাকে বাঁচাতে সিনেপ্রজন্মের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

dav

পিবিএ,যবিপ্রবি: একিউট লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা রায়কে বাচাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছে যবিপ্রবির চলচ্চিত্র ভিত্তিক সংগঠন সিনেপ্রজন্ম।

ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রিয়াংকার এমন দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী যে যার সাধ্যমত সাহায্য সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী প্রিয়াংকাকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন।

তার ফলস্বরূপ বসে নেই বিশ্ববিদ্যালয়য়ের একমাত্র চলচ্চিত্র ভিত্তিক সংগঠন সিনেপ্রজন্ম। প্রিয়াংকার চিকিৎসার এ বিপুল অঙ্কের টাকার যোগানদাতা আপ্রানভাবে নিজেদের সাধ্যমত চেষ্টা করেছেন তারাও। তারই অংশ হিসেবে গত ২৩ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে মুভি শো এর আয়োজন করে। মুভি দেখার প্রবেশ মূল্য ছিল ৩০ টাকা, আর এ স্বল্প মূল্যের টিকিটের টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবাই দেখেছেন মুভি শো, প্রদান করেছেন টিকিটের মূল্যের চেয়েও বেশি দাম। এ যেন টিকিটের মূল্য নয়, জীবন বাঁচানোর সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা।

দিনব্যাপী মুভি আয়োজনে ছিল সবার জনপ্রিয় মুভিগুলো। ছিল হলিউড ও হলিউড এনিমেশন মুভি চার্লি, জুটোপিয়া, আইটি ও ব্যাটল অ্যাঞ্জেল এর মত জনপ্রিয় মুভি কালেকশন। দিনব্যাপি এ মুভি ফেস্টে প্রায় পনেরো সহস্রাধিক টাকা সংগ্রহ হয়। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ভিন্নধর্মী আয়োজনে সকল মহলে উদ্যোগটি সমাদৃত হয়েছে।

২৭ জুলাই শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে প্রিয়াংকা রায় এর পক্ষে অর্থ গ্রহন করেন ফার্মেসী বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা রায়ের বন্ধু জয় বালা। অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, সিনেপ্রজন্মের উপদেষ্টা শিক্ষক সামিউল আলম সৈকত, শিক্ষক ফারুক হোসেন, আজিজুর রহমান, আল ওয়ালিদ, সিনেপ্রজন্মের সভাপতি শাওন রেজা, সহ সভাপতি সুদীপ্ত দাস গুপ্ত, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইবনে মিওন, প্রচার সম্পাদক সালিম সাদমান নিশাত, কার্যকরী সদস্য নাজনীন সামিয়া, শাওন, অতশি, বিশাল জুঁই ,সারিদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

পিবিএ/মোসাব্বির হোসাইন/এমএসএম

আরও পড়ুন...