যমজ বোনের প্রেমিকও একজন!

identical

পিবিএ ডেস্ক : তাদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই বলে দাবি করা হয়। বিভিন্ন টিভি শোয়ে অতিথি হয়ে দেখা দেন তারা। তাই অ্যানা ও লুসি ডেসিকের বিয়ের খবরে যে চাঞ্চল্য ছড়াবে তা প্রত্যাশিত ছিল। যমজ বোনের বিয়ের খবর বলে নয়, দু’জনের বর ‘একজনই।’ তিনি অজি যুবক বেন বায়ার্ন।

২০১২ থেকেই একই বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ-ইন করছেন ডেসিক বোনেরা। তবে অস্ট্রেলিয়ার বিবাহ আইন অনুযায়ী নিষিদ্ধ বহুবিবাহ। সে কারণেই সমস্যায় পড়েছেন দুই বোন। জাপানের এক টিভি শোয়ে সাক্ষাৎকারে ডেসিক বোনেরা জানিয়েছেন, একইসঙ্গে মা হওয়ার ইচ্ছা তাদের। সেই ইচ্ছে মতোই বয়ফ্রেন্ড বেনের সঙ্গে বিছানায় এক সঙ্গেই সময় কাটান এই যমজ বোন। তবে বিয়েতে আইনি সমস্যা থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

পেশায় টেকনিশিয়ান দুই বোনের সোশ্যাল মিডিয়াতে তারকাদের মতোই ফলোয়ার রয়েছেন। ইউটিউব, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্টে গেলেই হাজার হাজার ফলোয়ার দেখা যায়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...