পিবিএ,বেনাপোল: যশোরের শার্শায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামে বিপুল পরিমান মাদকের চালানসহ মাদক কেনা বেচাঁ করছে।
এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হোসেন শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নালের বাড়ীর সামনে কাচাঁ রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ পলাশ মোড়ল (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আব্দুর রহমান বাপ্পী নামে একজন মাদক ব্যবসায়ী ১২ হাজার টাকা ফেলে পালিয়ে যায়। আটক পলাশ মোড়ল শার্শা থানাধীন দক্ষিন বুরুজ বাগান গ্রামের আব্দুর রবের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মারুফ আহম্মেদ জানান, যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। এব্যাপারে এস আই শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন।
পিবিএ/এন/আরআই