যশোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে রঘুনাথপুর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

শনিবার সকাল ১০ দিকে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ,এসআই জাকির,এএসআই শাহীন ও এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমানের ছেলে সাদেক হোসেন(৩৫) ও একই গ্রামের মহর আলীর ছেলে ওমর আলী(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। সেসময় আরো চার/পাঁচ জন গাঁজাসহ পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক আহনে মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/এসএনইউ/হক

আরও পড়ুন...