যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ১

পিবিএ,যশোর: যশোর পৌর পার্কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসলাম হোসেন ডালিম(২৮) নামে কন্সট্রাকশন কর্মচারী গুরুতর জখম হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে যশোর শহরের পৌরপার্কে ঘটনাটি ঘটে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার দক্ষিণবাড়ি গ্রামের মৃত আবুবক্কর আলির ছেলে ও স্থানীয় একটি কন্সট্রাকশন কর্মকর্তা।

ছিনতাইকারী
আহত আসলাম হোসেন ডালিম(২৮)

তাকে রক্তাক্ত অবস্থায় পার্কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আসলাম জানান,যশোর এক কন্সট্রাকশন কর্মকর্তার সাথে দেখা করার জন্য তিনি পাবনা থেকে যশোরে আসছিলেন। কাজ শেষে দুপুরে পার্কে গেলে দুই থেকে তিন জন আমার সাথে কথা বলতে থাকে একপর্যয়ে তাদের সাথে আরো ৬-৭ জন মিলে আমাকে ছুরিকাঘাত করে আমার কাছে থাকা তিন হাজার টাকা ও দুটি স্মার্ট মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেখ শামস জানান,ছুরকিাঘাতে আহত আসলামের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...