যশোরে থামবে খুলনা-কলকাতা রুটের ট্রেন

jessore-bondhon-express PBA

পিবিএ,বেনাপোল: খুলনা-কলকাতা রুটের ট্রেন বন্ধন এক্সপ্রেস মার্চ থেকে যশোরে যাত্রী ওঠানামার অনুমোদন পেয়েছে। যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তীর জানান, ৭ মার্চ থেকে যাত্রীরা এই সুযোগ পাবেন। ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনা রুটে ৪৫৬ আসনের বন্ধন এক্সপ্রেস চালু হলেও যশোরে তার কোনো স্টেশন ছিল না।

স্টেশন মাস্টার পুষ্পল বলেন, ট্রেনটি কলকাতা যাওয়া-আসার সময় যাত্রী ওঠা-নামার জন্য তিন মিনিটের জন্য যশোরে থামবে। স্টেশনের টিকেট কাউন্টার, মোবাইল ফোনে এসএমএসের পাশাপাশি অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে। টিকেট পাওয়া যাবে ১ মার্চ থেকে।

যশোর স্টেশনের জন্য ৭৫টি আসন বরাদ্দ রয়েছে জানিয়ে তিনি বলেন, খুলনা থেকে কলকাতা যে ভাড়া যশোরের যাত্রীদেরও সেই ভাড়া দিতে হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে ভ্রমণকরসহ বার্থে সিট ভাড়া দেড় হাজার টাকা আর চেয়ার কোচে এক হাজার টাকা। বেনাপোল স্টেশনে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেও যশোর স্টেশনে ভিসা ও টিকেট দেখে যাত্রী ওঠানো হবে বলে তিনি জানান।

ভারত বাংলাদেশ চেম্বার অব কর্মাস উপ-কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, স্থানীয়দের দাবির পরিপেক্ষিতে ৫৪ বছর পর আবার যশোর থেকে সরাসরি কলকাতার ট্রেন যাত্রা শুরু করছে। চালুর পর ১৯৬৫ সাল পর্যন্ত যশোর থেকে কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ ছিল বলে তিনি জানান। প্রতি বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আসে আর বিকালে খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...