যশোরে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য আটক

পিবিএ, বেনাপোল: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২১ মে (মঙ্গলবার) বিকালে কলকাতা টু ঢাকা গামী একটি পরিবহন তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করেছে।

বিজিবি পিবিএ’কে জনায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাসে বিপুল পরিমান ভারতীয় পন্য পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলীর নেতৃত্ব যশোরের নতুনহাট নামক স্থানে কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে মালিকবিহীন ভারতীয় ১২৬ টি মোবাইল, ৬০ পিস শাড়ী, ১৩৮ টি থ্রী পিস, ৩০ পিস পাঞ্জাবী, ৩০ পিস টি-শার্ট, বিপুল পরিমাণ ঔষধ, ইমিটেশন, মসলা ও কসমেটিকস আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা (পিএসসি) পিবিএ’কে জানান, যশোরের নতুন হাট এলাকায় কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০,৪০,৩০০/- (চল্লিশ লক্ষ চল্লিশ হাজার তিনশত) টাকা। আটককৃত মালামাল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এসএনইউ/এমএসএম

আরও পড়ুন...