যশোরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার

পিবিএ,বেনাপোল : খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) – এর অধীনস্থ গোগা বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন গাজীপাড়া মাঠের মধ্যে হতে গত ০৫ জুলাই রাত ১১ টায় মোঃ আব্দুল মালেক (২৮), পিতা-মোঃ তবিবুর রহমান, গ্রাম- রুদ্রপুর দক্ষিণ পাড়া, পোষ্ট-গোগা, থানা- শার্শা, জেলা- যশোরকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।

কায়বা বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া পাঁকা রাস্তার উপর হতেতারিখ রাত ২.৩০ মিনিটে ৯৮ কেজি ভারতীয় বিট লবন, ২০টি তালা চাবি এবং ০৫ প্যাকেট আতশ বাজি আটক করে।

অগ্রভূলাট বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন ইছামতি নদীর পাড় হতে রাত ৮.১৫ মিনিটে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া আম বাগানের মধ্যে হতে আজ রাত ২ টায় ৪৮০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।

দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন খালপাড়া জামাল মোড়ল এর পুকুরের পার্শ্ব হতে আজ রাত ০৫.৩০ মিনিটে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বরপোতা পাকা রাস্তার উপর হতে আজ ৮.২০ মিনিটে ৪৪০ কেজি ভারতীয় চা পাতা এবং ০১ টি নছিমন গাড়ী আটক করে।
খুলনা ২১ ব্যাটলিয়ান এর অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই পৃথক পৃথক অভিযান চালায়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় এবং অন্যান্য দ্রব্যাদি বেনাপোল কাস্টম হাউজ এ জমা করা হয়েছে।

পিবিএ/শেখ নাছির উদ্দীন / ইকে

আরও পড়ুন...