পিবিএ,যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন সরকার(২০) নামে এক মটর মেকানিক জখম হয়েছে। রোববার বিকাল চারটার দিকে যশোর শহরের ষষ্টিতলা বসন্ত ভিলা রোডে এ ঘটনা ঘটে। আহত শহরের টিবি ক্লিনিক এলাকার স্বপন সরকারের ছেলে ও মামা তরুণ ওর্য়াক সপের কর্মচারী।
আহত জানান, রোববার দুপুরে কর্মস্থল থেকে মালিকের বাড়িতে দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম। এ সময় পিছন থেকে রনি ও ইমরান নামে দুই দুর্বৃত্ত পিছন থেকে আমার রানে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারণে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে সে বিষয়ে জানে না বলে আহত জানিয়েছেন।
এ ব্যাপারে ওয়ার্ড চিকিৎসক নাজমুল হাসান জানিয়েছেন, আহতের রানে ও পিঠে ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গিয়েছে।
পিবিএ/কেএইচ/হক